Wellcome to National Portal
Main Comtent Skiped

উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।   ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নতুন হট লাইন নম্বর ১০২।    সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নাম্বার: ০১৭৩০-০০২৫৪৯, ০১৯০১-০২২৩৫৩, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৩০০৯২                   রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষের মোবাইল নাম্বার: ০১৭৩০-৩৩৬৬৫৫, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৫৪২২৪, ০২৫৮৮৮৬১৩১৯, ০২৫৮৮৮৫৭৭০২।


কি সেবা কি ভাবে পাবেন

অগ্নিকান্ডসহ যেকোন দূর্ঘটনায় জরুরী সেবা নিতে নিকটস্থ ফায়ার স্টেশনে ফোন করুন অথবা সংবাদ দিন। এ্যাম্বুলেন্স সেবা নিতে স্টেশন পর্যায়ের 

চাহিদা ভিত্তিতে সেবা নিতে পারবেন।ওয়্যারহাউজ/ওয়ার্কশপ লাইসেন্স প্রদান- আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র, পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হলে:

প্রয়োজনীয় কাগজপত্র- (১) নির্ধারিত ফরমে আবেদন (২) তথ্য ফরম (৩) নকশা ( ফ্লোর প্ল্যান) (৪) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র (৫) জমির মূল্যায়ন

(৬) ট্রেড লাইসেন্স (৭) মেমোরেন্ডাম অব আর্টিকেলস । প্রাপ্তিস্থান- (১) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (২) অধিদপ্তরের ওয়েবসাইট। নির্ধারিত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে সবোর্চ্চ মাশুল ৫০০/- (পাঁচশত ) টাকা কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯- তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

ফায়ার রিপোর্ট প্রদান : ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পযর্ন্ত ক্ষতির ক্ষেত্রে : ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান কর্তৃক প্রাতিষ্ঠানিক প্যাডে লিখিত আবেদন ও তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে ; প্রয়োজনীয় কাগজপত্র- (১) আবেদন-০১ টি (২) তথ্য ফরম (৩) জমির দলিল/চুক্তিপত্র (৪)ট্রেড লাইসেন্স (৫)জিডির কপি

(৬)ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র (৮) পেপার কাটিং। প্রাপ্তিস্থান : উপপরিচালক/সহকারী পরিচালক/উপসহকারী পরিচালক এর কার্যালয়।সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি- বীমাবিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ভ্যাট কোড নং-১-১১৩৩-০০২০-০৩১১  এব কোডে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, এবং ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা কোড নং- ১-৭৩৬১-০০০০-২০০৯  তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।