Wellcome to National Portal

উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।                    অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় নিকটস্থ ফায়ার স্টেশনে ফোন করে সেবা গ্রহন করুন।                       সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নাম্বার: ০১৯০১-০২২৩৫৩, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৩০০৯২                   রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষের মোবাইল নাম্বার: ০১৭৩০-৩৩৬৬৫৫, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৫৪২২৪, ০২৫৮৮৮৬১৩১৯, ০২৫৮৮৮৫৭৭০২।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কি ভাবে পাবেন

অগ্নিকান্ডসহ যেকোন দূর্ঘটনায় জরুরী সেবা নিতে নিকটস্থ ফায়ার স্টেশনে ফোন করুন অথবা সংবাদ দিন। এ্যাম্বুলেন্স সেবা নিতে স্টেশন পর্যায়ের 

চাহিদা ভিত্তিতে সেবা নিতে পারবেন।ওয়্যারহাউজ/ওয়ার্কশপ লাইসেন্স প্রদান- আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র, পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হলে:

প্রয়োজনীয় কাগজপত্র- (১) নির্ধারিত ফরমে আবেদন (২) তথ্য ফরম (৩) নকশা ( ফ্লোর প্ল্যান) (৪) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র (৫) জমির মূল্যায়ন

(৬) ট্রেড লাইসেন্স (৭) মেমোরেন্ডাম অব আর্টিকেলস । প্রাপ্তিস্থান- (১) ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (২) অধিদপ্তরের ওয়েবসাইট। নির্ধারিত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে সবোর্চ্চ মাশুল ৫০০/- (পাঁচশত ) টাকা কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯- তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

ফায়ার রিপোর্ট প্রদান : ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পযর্ন্ত ক্ষতির ক্ষেত্রে : ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান কর্তৃক প্রাতিষ্ঠানিক প্যাডে লিখিত আবেদন ও তদন্ত প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে ; প্রয়োজনীয় কাগজপত্র- (১) আবেদন-০১ টি (২) তথ্য ফরম (৩) জমির দলিল/চুক্তিপত্র (৪)ট্রেড লাইসেন্স (৫)জিডির কপি

(৬)ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র (৮) পেপার কাটিং। প্রাপ্তিস্থান : উপপরিচালক/সহকারী পরিচালক/উপসহকারী পরিচালক এর কার্যালয়।সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি- বীমাবিহীন প্রতিষ্ঠান এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে যথাক্রমে ভ্যাট কোড নং-১-১১৩৩-০০২০-০৩১১  এব কোডে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, এবং ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা কোড নং- ১-৭৩৬১-০০০০-২০০৯  তে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল চালান আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।