Wellcome to National Portal

উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিরাজগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।                    অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় নিকটস্থ ফায়ার স্টেশনে ফোন করে সেবা গ্রহন করুন।                       সিরাজগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নাম্বার: ০১৭৩০-০০২৫৪৯, ০১৯০১-০২২৩৫৩, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৩০০৯২                   রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রন কক্ষের মোবাইল নাম্বার: ০১৭৩০-৩৩৬৬৫৫, টেলিফোন নাম্বার: ০২৫৮৮৮৫৪২২৪, ০২৫৮৮৮৬১৩১৯, ০২৫৮৮৮৫৭৭০২।

Main Comtent Skiped

Title
FIRE
Details

অগ্নিকান্ডসহ যে কোন দুর্যোগ দুর্ঘটনার সাথে সাথে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন বা কেন্দ্রীয়/বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে দুর্ঘটনার সংবাদ প্রদান করুন। 999 ডায়াল করলেই এ সেবা পাওযা যায়।

 

সিরাজগঞ্জ জেলার সকল ফায়ার স্টেশনের টেলিফোন/মোবাইল নম্বর সমূহঃ

দপ্তর/স্টেশনের নাম

মোবাইল নম্বর

টেলিফোন নম্বর

ঢাকা কন্ট্রোল রুম  01730336699 /01713038181

02223355555

রাজশাহী কন্ট্রোল ‍রুম 01730336655

0721-772702 / 0721774224

সিরাজগঞ্জ ফায়ার স্টেশন

01730-002549

02-588830092

উল্লাপাড়া ফায়ার স্টেশন

01730-002556

07529-56333

শাহজাদপুর ফায়ার স্টেশন

01730-002559

07527-64777

কাজিপুর ফায়ার স্টেশন

01730-002560

07525-56299

রায়গঞ্জ ফায়ার স্টেশন

01737-073337

-

বেলকুচি ফায়ার স্টেশন

01748-080455

-

বাঘাবাড়ী নদী ফায়ার স্টেশন

01968-884027

-

কামারখন্দ ফায়ার স্টেশন

01968-884266

 

তাড়াশ ফায়ার স্টেশন 01968-880158  

 

‘‘ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি প্রতিরোধ শ্লোগান”

  1. অগ্নি প্রতিরোধ ব্যবস্থা অগ্নি নির্বাপনের চেয়ে উত্তম।
  2. অগ্নিকান্ডের সূচনাতেই ফায়ার সার্ভিস কে খবর দিন।
  3. আগুন ব্যবহারে সাবধান হউন।
  4. মুহূর্তের অসাবধানতা ভয়াবহ অগ্নিকান্ডের সূচনা করতে পারে।
  5. প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনে নির্বাপনে সর্বশক্তি নিয়োগ করুন।
  6. রান্নার পর গ্যাসের চুলা কিংবা চুলার আগুন নিভিয়ে ফেলুন।
  7. খোলা বাতি ও মশার কয়েল সর্তকতার সাথে ব্যবহার নিশ্চিত করুন।
  8. ছোট ছোট ছেলে-মেয়েদের আগুন নিয়ে খেলা করতে দিবেন না।
  9. ধূমপান পরিহার করুন।
  10. হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালু মজুদ রাখুন।
  11. মার্কেটের গলি পথ উন্মুক্ত রাখুন।
  12. তেলের আগুনে পানি দিবেন না । ভিজা ও মোটা কম্বল বা লেপ তোষক দিয়ে আগুনকে চাপা দিন।
  13. পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন।
  14. বৈদ্যুতিক আগুনে দ্রুত মেইন সুইচ বন্ধ করুন।
  15. বৈদ্যুতিক তার ত্রুটিমুক্ত কি না, তা মাঝে মাঝে পরিক্ষা করুন।
  16. আগুন যতই ছোট হউক না কেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে খবর দিন।
  17. ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্স এর কর্মীগণ আপনার বন্ধু, অগ্নি নির্বাপনে তাদেরকে সাহায্য করুন।
  18. করোনা ভাইরাস প্রতিরোধে     বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করবেন এবং পারস্পারিক দুরত্ব বজায় রাখবেন, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। 
Attachments
Publish Date
25/10/2021
Archieve Date
19/12/2029