ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। তৎকালীন বৃটিশ সরকার অবিভক্ত ভারতে ১৯৩৯-৪০ অর্থ সালে ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। বিভক্তিকালে আঞ্চলিক পর্যায়ে কলকাতা শহরের জন্য কলকাতা ফায়ার সার্ভিস এবং অবিভক্ত বাংলায় বাংলার জন্য (কলকাতাবাদে) বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি করেন। ১৯৪৭ সনে এ অঞ্চলের ফায়ার সার্ভিসকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামে অভিহিত করা হয়। অনুরূপভাবে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতে বে-সামরিক প্রতিরক্ষা বিভাগ প্রাথমিক পর্যায়ে Air Raid Precautions (ARP) এবং পরবর্তী পর্যায়ে ১৯৫১ সনে আইনি প্রক্রিয়ায় সিভিল ডিফেন্স অধিদপ্তর সৃজিত হয়। কর্মব্যবস্থাপনার লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ নামে ১টি বিভাগ সৃষ্টি হয়।
১৯৮১ সালের ৯ই এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সরকারি প্রজ্ঞাপন অনুসারে একীভূত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের অধীন রেসকিউ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অর্ন্তভুক্ত হয়।
সিরাজগঞ্জ এর ভৌগলিক পরিচিতি
সিরাজগঞ্জ জেলা ২৪০০০' - ২৪০৪০' পশ্চিম অক্ষাংশে এবং ৮৯০২০' - ৮৯০৫০' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । এ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত। এ জেলার আয়তন ২৪৯৭.৯২ ব: কি.মি.।
আয়তন : সিরাজগঞ্জ জেলার মোট আয়তন ২৪৯৭.৯২ বর্গ কিলোমিটার। উপজেলাগুলোর আয়তন যথাক্রমে সিরাজগঞ্জ সদর ৩২৫.৭৭ বর্গ কি. মি, উল্লাপাড়া ৪১৪.৪৩ বর্গ কি.মি, রায়গঞ্জ ২৬৭.৮৩ বর্গ কি.মি, বেলকুচি ১৬৪.৩১ বর্গ কি.মি, কাজিপুর ৩৬৮.৬৩ বর্গ কি.মি, শাহজাদপুর ৩২৪.৪৭ বর্গ কি.মি, কামারখন্দ ৯১.৬১ বর্গ কি.মি, চৌহালী ২৪৩.৫৭ বর্গ কি. মি এবং তাড়াশ ২৯৭.২০ বর্গ কি.মি।
সীমানা : সিরাজগঞ্জ জেলার দক্ষিণে পাবনা, উত্তরে বগুড়া, পূর্বে টাঙ্গাইল ও জামালপুর, পশ্চিমে পাবনা, নাটোর ও বগুড়া জেলা অবস্থিত।
নদ-নদী : যমুনা, বড়াল, ইছামতি, করতোয়া, হুরাসাগর, গোহালা, বাঙ্গালী, গুমনী এবং ফুলঝুড়ি এ জেলার প্রধান নদ-নদী।
অফিস ও ফায়ার স্টেশন এর তথ্য
সিরাজগঞ্জ জেলায় ০১ টি উপ-সহকারী পরিচালকের দপ্তরসহ মোট ১০ টি ফায়ায় স্টেশন চালু রয়েছে। আরও ০৫ টি ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প গ্রহন করা হয়েছে।
চালুকৃত ফায়ার স্টেশনের নামঃ
০১। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিরাজগঞ্জ ।
০২। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ ।
০৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শাহজাদপুর, সিরাজগঞ্জ ।
০৪। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাজিপুর, সিরাজগঞ্জ ।
০৫। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ।
০৬। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কামারখন্দ, সিরাজগঞ্জ ।
০৭। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, তারাশ, সিরাজগঞ্জ ।
০৮। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেলকুচি, সিরাজগঞ্জ ।
০৯। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘাবাড়ী স্থল কাম নদী, সিরাজগঞ্জ ।
১০। নর্থওয়েস্ট পাওয়ার প্লান্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সয়দাবাদ, সিরাজগঞ্জ ।
প্রকল্প গ্রহনকৃত ফায়ার স্টেশন
০১। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চৌহালী, সিরাজগঞ্জ ।
০২। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হাটিকুমরুল, সিরাজগঞ্জ ।
০৩। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কোনাবাড়ী, সিরাজগঞ্জ ।
০৪। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সয়দাবাদ, সিরাজগঞ্জ ।
০৫। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, চান্দাইকোনা, সিরাজগঞ্জ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS